"কালো টাকা সাদা করলে দুদকের কোন আপত্তি নাই, কিন্তু ঘুষের টাকা সাদা করা যাবে না , এটা অনৈতিক।" দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন। ইকবাল মাহমুদ বলেন সোমবার দুর্নীতি দমন কার্যালয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে।
রাষ্ট্রপতির কাছেন জানানো হয়েছে, দেশের কোন কোন খাত থেকে বেশি দুর্নীতি হচ্ছে। এর সাথে দুর্নীতি দমন সুপারিশ করা হয়েছে, দুদক চেয়ারম্যান বলেন। দুদক বার্ষিক প্রতিবেদন ২০১৯ সালে ৭ ফেব্রুয়ারি উপলক্ষে এই সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়েছে।
তিনি আরো বলেছেন যে "আইনি জটিলতার জন্য মানুষ ট্যাক্স দিতে ভয় পাই, যদি এই খাতে আইনি জটিলতার অবসান কররে মানুষ ট্যাক্স দিবে।" নয় মাস আগে সুপারিশ করা হয়েছিল রাষ্টীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের দুর্নীতি দমনের জন্য কিন্তু কার্যকারি হয় নি।", দুদক চেয়ারম্যান বলেন। এরপর হাইকোর্টের নির্দেশে ১৪ টি প্রতিষ্ঠানের কালো তালিকাভুক্ত করেন তা বলেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
অন্যান্য খবর পড়ুন
সুপ্রিম কোর্ট আপিল বিভাগে দুর্নীতি দমন কমিশন সুপারিশ পাঠানো হয়েছে। যখন আপিল বিভাগ নির্দেশ করবেন তখন সরকার কার্যকার করতে পারবে। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন।
আপনার মতামত আমাদের কাছে খুবি গুরুত্বপূর্ণ।
*** বিঃদ্রঃ কমেন্ট কোন প্রকার খারাপ বা দেশ বিরুদ্ধে এবং মানবতার বিরুদ্ধে এই সকল কথা লিখা যাবে এটি ইন্টারনেট আইন ভঙ্গ করে। এই ধরনের কথা বা লিখা এ্যাডমিন ও মডারেটর কখন গ্রহণ করবে না।***