![]() |
কানাডার সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয় স্কলারশিপ |
কানাডায় শিক্ষা জীবন শেষ করে পেয়ে যান তার পছন্দের পেশা এর জন্য বিশ্বের নানা দেশ থেকে কানাডায় উচ্চশিক্ষার জন্য যায়। ২০২১ সালে কানাডা দিচ্ছে ২০ থেকে ১৬ হাজার ডলার স্কলারশিপ। কানাডায় নাগরিক সুবিধার জন্য বাংলাদেশের নাগরিক উচ্চশিক্ষার জন্য আকর্ষনীয় দেশগুলোর মধ্যে কানাডা একটি। বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী কানাডায় পড়াশোনা জন্য অনেক চেষ্টা করে।
কানাডার সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয় ভর্তির ঘোষণা দিয়েছে। এসএম ও ডক্টরাল ডিগ্রির জন্য বৃত্তি দেওয়া হবে। সারা দেশে শিক্ষার্থী আবেদন করতে পারবে এইটি একটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তি। এই বৃত্তির আবেদন শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২১। পিএইচডি জন্য শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে ২০ হাজার ডলার এবং মাস্টার্সের জন্য শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে ১৬ হাজার।
এই সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিংক ক্লিক করুণঃ- Scholarship for Canada
অন্যান্য খবর পড়ুন
কি কি বিষয় আছে?
১। নৃবিজ্ঞান ২। অ্যার্ট অ্যান্ড অ্যার্ট হিস্ট্রি ৩। কারিকুলাম স্টাডিজ ৪। এডুকেশন ৫। ভাষা সাহিত্য ৬। মার্কেটিং ৭। মিউজিক ৮। ইন্ডিজিনাস স্টাডিজ ৯। দর্শনসহ আর বেশ কিছু বিষয়ের পড়ার সুযোগ থাকছে সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ে।
যে বিষয় গুলো প্রয়োজনীয় হবে
- কানাডার বাইরে যে কোন দেশের নাগরিক হতে হবে।
- স্নাতকোত্তর বৃত্তির জন্য অবশ্য স্নাতক ডিগ্রি থাকতে হবে।
- পিএইচডি বৃত্তির জন্য অবশ্য স্নাতক ডিগ্রি থাকতে হবে।
- আইইএলটিস লাগবে।
আপনার মতামত আমাদের কাছে খুবি গুরুত্বপূর্ণ।
*** বিঃদ্রঃ কমেন্ট কোন প্রকার খারাপ বা দেশ বিরুদ্ধে এবং মানবতার বিরুদ্ধে এই সকল কথা লিখা যাবে এটি ইন্টারনেট আইন ভঙ্গ করে। এই ধরনের কথা বা লিখা এ্যাডমিন ও মডারেটর কখন গ্রহণ করবে না।***