আল্লাহু তাআলা সঙ্গে কাউকে তুলনা করে তার কাছে মাথা নোতো বা তাকে সৃষ্টি কর্তা বলে মানে অথ্যৎ আল্লাহু তাআলা সঙ্গে কাউকে শিরক করা সবচেয়ে বড় পাপ যা আল্লাহু তাআলা ক্ষমা করবেন না। আল্লাহু ছাড়া অন্য কারো ইবাদত করাই শিরক। এটাকে শিরকে আকবার বলা হয়।
এ গোনাহ ধরণ সম্পর্কে জানবোঃ
১। আল্লাহু ছাড়া অন্য কারো কাছে ইবাদত বা কিছু জন্য নিবেদন করা। যেমনঃ আল্লহু ছাড়া অন্য কাউকে প্রভু হিসাবে ইবাদত করা৷, আল্লাহু ছাড়া অন্য কারো উদ্দেশ্য বা নাম কুরবানি বা প্রাণী জবাই করা।
২। আল্লাহু ছাড়া কোন ব্যক্তি ইবাদতের কিছু অংশে অন্যের উদ্দেশ্যে করে থাকলেও শিরক। এই গোনাহ সম্পর্কে আল - কুরআনে "সুরা নিসা : আয়াত ৪৮" বলেন।
[إِنَّ اللّهَ لاَ يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَن يَشَاء
وَمَن يُشْرِكْ بِاللّهِ فَقَدِ افْتَرَى إِثْمًا عَظِيمًا]
সুরা নিসা :- আয়াত ৪৮ [নিঃসন্দেহে আল্লহ তা'আলা তার সঙ্গে শিরক কারকে ক্ষমা করবেন না। আল্লাহ তা'আলা শিরক ছাড়া অন্যান্য গোনাহ যাকে ইচ্ছ ক্ষমা করবেন। আর যে লোক আল্লাহুর সঙ্গে অংশীদার সাব্যস্ত করে, সে যেন অপবাদ আরোপ করে।]
অন্যান্য খবর পড়ুনঃ
- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সরকার চাকরি ২০২১।
- আল-জাজিরার সাংবাদিক ১০ বছর পর মিসরী কারাগার থেকে মুক্তি।
- ২০২১ এর নতুন গল্পঃ বেস্ট ফ্রেন্ড যখন অফিসের বস।
- কেনো বন্ধ হলো মিয়ানমারের ব্যাংক সমূহ?
আপনার মতামত আমাদের কাছে খুবি গুরুত্বপূর্ণ।
*** বিঃদ্রঃ কমেন্ট কোন প্রকার খারাপ বা দেশ বিরুদ্ধে এবং মানবতার বিরুদ্ধে এই সকল কথা লিখা যাবে এটি ইন্টারনেট আইন ভঙ্গ করে। এই ধরনের কথা বা লিখা এ্যাডমিন ও মডারেটর কখন গ্রহণ করবে না।***