![]() |
মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং |
মিয়ানমার সেনাপ্রধান মিন অং হ্লাইং জাতির উদ্দেশ্য ভাষণে বলেন, মিয়ানমারের ক্ষমতা হস্তান্তর করা হবে খুব দূরত্ব। নতুন নির্বাচনের আয়োজন করে বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। সাধারণ জনগণ সমরিক শাসন বিরুদ্ধে কঠোর আন্দোলন দিকে যাচ্ছে, তখন সেনাপ্রধান এই ঘোষণা দেন।গত বছরের নভেম্বরের নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তোলেন সোমবার (৭ ফেব্রুয়ারি) সেনাপ্রধান মিন অং হ্লাইং ভাষণে বলেন।
মিন অং হ্লাই ভাষণে বলেন, "আগের সমায়ে চেয়ে এবাকার সামরিক সরকার একেবারে আলাদা পূর্বের সামরিক শাসনের তুলনায় এই সামরিক সরকার " সত্য ও শৃঙ্খলাবদ্ধ গণতন্ত্র " প্রতিষ্ঠা করবে"। গত ১ ফেব্রুয়ারি ভোরে মিয়ানমারে সেনা অভ্যুত্থান হয়।
সেনাবাহিনী দেশটির নির্বাচিত সরকার স্টেট কাউন্সিলের অং সান সুচি উৎখাত করে ক্ষমতা দখল করেন। দেশটি সু চি, প্রেসিডেন্ট উইন মিন্টসহ রাজনীতিক নেতাদের আটক করে। এক বছর জন্য জরুরি অবস্থা জারি করেন।
অন্যান্য খবর পড়ুন
দেশটির সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনে সোমবার সরকারবিরোধী ১০ হাজার বেশি বিক্ষোভ করেছেন। গণআন্দোলন তৃতীয় দিন সেনাবাহিনীর সাথে সংঘর্ষ ঘটেছেন। মিয়ানমারের অবস্থা ধীরে ধীরে জটিলের দিকে যাচ্ছে।
আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্য শেয়ার করতে ভুলবেন না। এইরকম বা যে কোন বিষয়ে জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ
আপনার মতামত আমাদের কাছে খুবি গুরুত্বপূর্ণ।
*** বিঃদ্রঃ কমেন্ট কোন প্রকার খারাপ বা দেশ বিরুদ্ধে এবং মানবতার বিরুদ্ধে এই সকল কথা লিখা যাবে এটি ইন্টারনেট আইন ভঙ্গ করে। এই ধরনের কথা বা লিখা এ্যাডমিন ও মডারেটর কখন গ্রহণ করবে না।***