করোনার ভ্যাকসিন নি মাওলানা মিজানুর রহমান আজহারী হাদিসের যুক্তি দিলেন ২০২১ Jahan Bangla News
মাওলানা মিজানুর রহমান আজহারী আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) তার ভেরিফাই ফেসবুক পেজে বলেন, প্রাণীঘাতী কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন। অল্প সময়ে এই পোস্টি তে সারা দেন অনেক মানুষ। " অসুস্থ হলে যথাযথ চিকিৎসা নেয়া রাসুলুল্লাহর সন্নাহ। রাসুলুল্লাহ নিজে অসুস্থ হলে ও চিকিৎসা নিতেন এবং অনেকে অসুস্থ অবস্থা দেখলে তাকেও চিকিৎসা নিতে বলতেন। অসুস্থতা আল্লাহ তা'আলা পক্ষে থেকে একটি পরিক্ষা। "
[সহিহ বুখারীর, হাদিস নম্বর ৫৬৭৮] বর্ণিত আছেন,
"আল্লাহ তা'আলা এমন কোন রোগ সৃষ্টি করেননি, যার নিরাময়ের উপকরণ তিনি সৃষ্টি করেননি" আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, আল্লাহর রাসূল ইরশাদ করেন,
অন্যান্য খবর পড়ুবেন
আল্লাহ তা'আলার বিশ্বের মেহেরবানীতে চিকিৎসা বিজ্ঞানীরা কোভিড-১৯ এর ভ্যাকসিন আবিস্কার করতে পেরেছেন।তাই আমাদের সবাইয়ের উচিত -" ব্যাক্তিগত সুরক্ষার জন্য বা নিশ্চিত করতে এই ভ্যাকসিন বা প্রতিষধোকটি গ্রহণ করা।" আমরা আমাদের বন্ধু - বান্ধব, আত্নীয়-স্বজন দের হারিয়েছি। আমরা আর নতুন করে কাউকে হারাতে চাই না।
আজহারী বলেন, বাংলাদেশের দেয়া ভ্যাকসিন ব্যাপরা যকটুকু জানতে পেরেছি , ভ্যাকসিনটি কার্যকারী হিসাবে প্রমাণিত এবং এখন পর্যন্ত কোন মেজর সাইড ইফেক্ট নাই। এইতিমধ্যে বাংলাদেশ ব্যাপী বিনামূল্য ভ্যাকসিন প্রদান কর্মসূচি চালু হয়েছে। তাই আমার সবাই ভ্যাকসিন নেবার জন্য রেজিস্ট্রেশন করি এবং ভ্যাকসিন দিয়ে সুস্থ থাকি।
বাংলাদেশ ভ্যাকসিন বিনামূল্যে সারাদেশব্যপী প্রদান করা হচ্ছে। আমরা যারা ভ্যাকসিন নিতে চান তার আনলাইনে রেজিষ্ট্রেশন করে ভ্যাকসিন প্রদান করতে পারেন। নিচে তার লিংক দিয়েদেছি আপনি সে খানে ক্লিক করে ভ্যাকসিন নেবার জন্য রেজিষ্ট্রেশন করে নিবেন।
ফ্রি ভ্যাকসিন রেজিষ্ট্রেশন বাংলাদেশ
আমরা মাস্ক, স্যানিটাইজার ব্যবহার এবং ভ্যাকসিন নেয়ার পাশাপাশি, নিচের দোয়া টি আমরা করবো। আল্লাহ তা'আলা রোগ সৃষ্টি করারি এবং আল্লাহ তা'আলা রোগ নিরাময়কারী। তাি আমাদের উচিত আল্লাহ তা'আলা কাছে দোয়া করি এবং সর্তকতা ভাবে চলাফিরা করি।
অন্যান খবর পড়ুনঃ
[সুনান আবু দাউদ আয়াতঃ১৫৫৪]
اللَّهمَّ إِنِّي أَعُوُذُ بِكَ مِنَ الْبرَصِ، وَالجُنُونِ، والجُذَامِ، ومن
سّيءِ الأَسْقامِ
উচ্চারণঃ
" আল্লাহুম্মা ইন্নী আ'য়ুজুবিকা মিনাল বারছ, ওয়াল জুনুন, ওয়াল জুযাম, ওয়া মিন সায়্যিইল আসক্কাম।"
বাংলা অথ্যৎ
"হে আল্লাহ, আমি তোমার নিকট ধবল, কুষ্ঠ এবং উন্মাদনা সব ধরণের কঠিন দুরারোগ্য থেকে পনাহ চাই।"