আজ হাসপাতালের সামনে অবৈধ দোকান উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে শিবগঞ্জ উপজেলা - Jahan Bangla News
আজ চাঁঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ব্যবস্থাপনা কমিটি বলেন। গতকাল দুপুরে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছিল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়রা খান কেবিনের সভাপতিত্বে প্রধান অতিথি সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। বলেন, হাসপাতালে উন্নয়নের জন্য ১২ সুপারিশ করেন এবং হাসপাতালে সংলগ্ন অবৈধ ভাবে যে দোকান গুলো তৈরি করা হয়েছে তা উচ্ছেদের কথা প্রেশ করেছেন।
২০২১ সালে এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাস সকল বিভাগের । HSC short syllabus 2021 - jahan Bangla News
আরও বলেন ভালো চিকিৎসা দেবার জন্য আর উন্নত ব্যবস্থা করতে হবে। হাসপাতালের দেওয়ার সংলগ্ন ও রাস্তার পাশে অবৈধ দোকান আছে সেই গুলো উচ্ছেদের ব্যবস্থা করতে হবে।
শিবগঞ্জ উপজেলা হাসপাতাল সংলগ্ন অনেক দোকান থাকার করণে অনেক জ্যাম তৈরি হবে রোগী যাওয়া আশা অনেক সমস্যার সহমুখিন হতে হয়ে। আনেক সময় অনেক রোগীকে দ্রুত না নিয়ে গেল অনেক বড় ধরনের সমস্যা হতে পারে। তাই আমাদের উচিত হাসপাতালে সংলগ্ন যে কোন জ্যাম তৈরি না হয়ে সেই দিকে লক্ষ রেখে আমরা কাজ করো। আর অবৈধ যে সকল দোকান আছে সেই গুলো উচ্ছেদ করে তাদের কে ভালো এবং বৈধ জায়গায় দোকান করতে হবে।
বিকাশ অ্যাপ দিয়ে অ্যাকাউন্ট খুলে পেয়া যাছেন ৫০ টাকা বোনাস আরও থাকছে লগইন করে অ্যাপ দিয়ে প্রথম ২৫ টাকা রির্চাজে আপনি পাছেন ১০০% ক্যাশব্যাক, বিল বিকাশ করলে পাবেন সর্বোচ্চ ৫০ টাকা ক্যাশব্যাক। আর দেরিনা এখনি Download করুন। BKash App Download
সেখানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আর-রাব্বি, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌরসভার মেয়র সৈয়দ মনিরুর ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগমসহ আরও অন্যনরা এখানে উপস্থিত ছিলেন।
আমাদের সাথে থাকার জন সবাইকে জানায় ধন্যবাদ। এই ধরনের সকল আপডেট খবর পেতে আমাদের সাথে থাকুন।