আজ বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গিয়েছে কাল রোজা হবে (১৪ এপ্রিল) - জাহান বাংলা নিউজ
আজ বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ চাঁদ দেখা কমিটি। মঙ্গলবার (১৩ এপ্রিল) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে বাংলাদেশ জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান তা নিশ্চিত করেন।
রমজানের চাঁদ দেখা গিয়েছে আজ (মঙ্গলবার ১৩ এপ্রিল) রাতে সেহরি খেতে রোজা রাখতে হবে বলে জানিয়েছে। বুধবার হবে রমজান মাসের প্রথম রোজা।
আজ (মঙ্গলবার) রাতে এশার নামাজের পর তারাবির নামাজ শুরু হবে। তারাবির নামাজের জন্য সকল মসজিদে মসজিদে প্রস্তুতমূলক কাজ চলছে।
করোনা পরিস্থিতি জন্য এবাবর মসজিদে তারাবির নামাজ পড়তে পারবে ইমাম, মুয়াজ্জিম, খাদেমসহ ২০ জন মুসল্লি অংশ নিতে পারবে বলে জানিয়েছে।
আশা করি আমরা সবাই দেশের নিয়ম-নীতি মেনে রমজান মাসের তারাবির নামাজ আদায় করবেন ইনশাল্লাহ।