লকডাউনে বাইরে যাওয়ার জন্য “মুভমেন্ট পাস” কি ভাবে আবেদন করবো - জাহান বাংলা নিউজ
![]() |
মুভমেন্ট পাস আবেদন |
আমরা সবাই অবগত আছি যে আজ (১৪ এপ্রিল) এবং বাংলা নববর্ষ এবং মাহে রমজান মাসের প্রথম রোজা থেকে আগ্রমী ২১ এপ্রিল তারিখ পর্যন্ত বাংলাদেশে কঠোর লকডাউন চলুমান আছে। সরকারের নির্দেশনা অনুয়ায়ী জরুরী প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছেন। এবং সকল ধরনের গণপরিবহন বন্ধ করার ঘোষণা দিয়েছে।
আরও বলেন জরুরী প্রয়োজনে বাইরে যাওয়ার জন্য "মুভমেন্ট পাস" নামের একটি কার্ড যা পুলিশের দেওয়া ওয়েবসাইট থেকে নিয়ে তার পরে বাইরে বের হওয়া যাবে বলে জান সরকার।
বিঃদ্রঃ মুভমেন্ট পাস আবেদন করার পর ৩ ঘন্টা সময় থাকবে। এরপর আবার আবেদন করতে হবে। যত খুশি তত বার আবেদন করতে পারেন।
আজ আমরার দেখবো কিভাবে মুভমেন্ট পাস তৈরি করতে হবে তা বিস্তারিত আলোচনা করবো নিচে ধাপগুলি ফলো করুনঃ
আবেদন করার ধাপঃ
আবেদন করতে যে সকর তথ্য লাগবেঃ মোবাইল নম্বর,জন্ম তারিখ, নাম, ঠিকানা, ছবি এবং এনআইডি কার্ডের নম্বর নিয়ে আবেদন করতে বসতে হবে।
আবেদনঃ মুভমেন্ট পাস
ধাপঃ ১। প্রথমে মোবাইল নম্বর দিয়ে সাবমিট করতে হবে।
ধাপঃ ২। এনআইডি নম্বর ও জন্ম তারিখ
ধাপঃ ৩। নাম, ঠিকানা, ছবি দিতে হবে।