মুগদা জেনারেল হাসপাতালে চিরকুট লিখে করোনা রোগী 'আত্মহত্যা' - জাহান বাংলা নিউজ
করোনা রোগী হাসান ইকবাল হক মনি রাজধানী মুগদা জেনারেল হাসপাতালের চিরকুট লিখে রেখে ১১ তাল থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছেন। মরা দেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। শুক্রবার (১৬ এপ্রিল) রাত ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে।
নিহিত হাসান ইকবাল হক মনি মৃত ইমদাদুল হকের ছেলে। রাজধানীর নিউ স্কাটনের একটি বাসায় থাকতেন।
মুগদা থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন মোঃ শরিফুল ইসলাম, “করোনায় আক্রান্ত হাসান ইকবাল হক মনি মুগদা হাসপাতালে ১১ তলার একটি কেবিনে ভর্তি ছিলন। প্রথমিকভাবে জানতে পেরেছি তার কেবিনে একটি চিরকুট লিখে ১১ তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। আমরা রাত ১২ টা ৫০ মিনিটে মরাদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, আমারা মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।