বাংলাদেশ প্রথম বার যাত্রা শুরু করেন বিদ্যুৎ চালিত ট্রেন - জাহান বাংলা নিউজ
বাংলাদেশ প্রথম বার বিদ্যুৎ চালিত ট্রেন চালু করা হলো। আজ মঙ্গলবার(১১ মে) ডিপো থেকে প্রথম বারের মতো চালু হলো বিদ্যুৎ চালিত ট্রেন।
রাজধানীর উত্তরা অংশে প্রথম পরীক্ষামূলক চালু করা হয়েছে মেট্রোরেলেন ( বিদ্যুৎ চালিত ট্রেন)। এর মাধ্যমে রেলের প্রথমিক কার্যক্রম গুলো পরীক্ষা করা হচ্ছে।
আজ সকাল থেকে উত্তরার দিয়াবাড়িতে শুরু হয় কর্যক্রম। ট্রেনটি ডিপো ভিতর দিয়ে সব রেল লাইনে চালানো হয়। ট্রেনটির অধিকতর পরীক্ষার জন্য ভায়াডাক্টের ওপর দিয়ে চালানোর কথা রয়েছে মেট্রোরেলের ইঞ্জিন ও বগি।
গত এপ্রিল মাসে জাপান থেকে ঢাকয় আনা হয় মেট্রোরেল প্রথম সেটটি। এবং দ্বিতীয় সেট মোংলা বনরদরে আছে যা নদী পথ দিয়ে ঢাকায় আনা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেল ট্রেন এখন আর স্বপ্ন নয়, তা এখন বাস্তব। আরেক সেটি ট্রেন মোংলা বন্দরে আসেন। প্রথম সেটটি আগস্ট মাসে ডিপো বাইরে চালু করা হবে। সেখান থেকে পারফরম্যান্স টেস্ট করা হবে এবং অন্যন পরীক্ষা চালানো হবে তারপর চালু করা হবে।