ঈদের দিন ঝড় বৃষ্টি হওয়ার পূর্বাভাস জানিয়েছেন - জাহান বাংলা নিউজ
বাংলাদেশ সোমবার (১০ মে) যে বৃষ্টিপাত ও ঝড় শুরু হয়েছে তা আরও চারদিন ধরে চলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঈদুল ফিতরের দিনও হতে পারে ঝড় বৃষ্টি তার পূর্বাভাস জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৩মে) চাঁদ দেখা গেলে শুক্রবার (১৪মে) ঈদ হতে পারে। সে সূত্র ঈদের দিন ঝড় বৃষ্টিপাত হতে পারে।
বাংলাদেশ আবহাওয়াবিদ ওম'র ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন, কালবৈশাখী প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। সারাদেশে ১৫ মে পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। ১৪ মে থেকে বেশি বৃষ্টিপাত হবে।
এরপর ১৫ মে থেকে একটু কমবে। পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করা পশ্চিমা লঘুচাপের কারণে বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু কালবৈশাখী সময় এই বৃষ্টি হওয়াটা স্বাভাবিক ঘটনা।
তিনি আরও বলেন, বৃষ্টিপাতের সাথে ঝড়ো হাওয়া ও বজ্রপাত হতে পারে। মঙ্গলবার ভোর চারটা থেকে সকাল ছয়া পর্যন্ত ঢাকার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে প্রায় ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে যে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।