শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে - জাহান বাংলা নিউজ
বাংলাদেশে করোনা পরিস্থিতি কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আবারও এক দফা বাড়ানো হয়েছে। শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি জানিয়েছেন, আগামী ১২ জুন পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
দীপু মনি রাজধানী মিন্টো রোড়ের সরকারি বাসভবন থেকে দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন।
শিক্ষামন্ত্রী বলেন, “ঈদের সময় মানুষের ব্যাপক চলাফেরা করেছে, তাতে করোনা সংক্রমণ বেড়েছে। বাংলাদেশ করোনা সংক্রমণ ঊর্ধ্বগতি আবার কোন কোন জেলা বেশি। এসব কথা মাথায় রেখে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে আগামী ১২ জুন পর্যন্ত করা হয়েছে।”
“এই ছুটির পর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি নিয়ে রেখেছি। শিক্ষা প্রতিষ্ঠান খুলার পর ক্লাস শুরু করা যাবে।”
“দেশ করোনা প্রথম সনাক্ত হয় গত বছর ৮ মার্চ করোনাভাইরাস বিস্তার রোধে ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেন সরকার। পর দফায় দফায় বাড়িয়ে ২৯ মে পর্যন্ত করা হয়। এরপর সেটি আর এক দফা বাড়িয়ে ১২ জুন করা হয়েছে।