হেফাজতের দুই নেতা মামুনুল ও রফিকুল রিমান্ড শেষে কারাগারে - জাহান বাংলা নিউজ
সোমবার (১০ মে) দুপুর সাড়ে ১২ টার হেফাজতের নেতা মামুনুলকে মূখ্য মহানগর আদালতে হাজির করা হয়।
রাজধানী পল্টন থানায পৃথক দুই মামলায় ইসলামিক হেফাজতের নেতা মামুনুল হক ও রফিকুল ইসলাম মাদানীকে রিমান্ড শেষে কারাগারে রাখার আদেশ দিয়েছেন বিচারক নিভানা খায়ের জেসি এই আদেশ দেন।
আসামির পক্ষ থেকে জামিনের আবেদন করেন আইনজীবী জয়নুল আবেদীন মেসবাহ। বিচার এই আবেদন আমলে নেয়নি। মামুনুল হককে আদালতে উপস্থিতি করার উপলক্ষে আদালতের চার পাশে ঘিরে কয়কশ পুলিশ সদস্য আবস্থান করে। এমনকি সাধারণ মানুষ চলাচল বন্ধ করে দেওয়া হয়।
সাড়ে ১২ টার দিকে মামুনুলকে সাদা রঙের মাইক্রোবাসে এনে প্রথমে সিএমএম আদালতে গারদথানায় রাথা হয়। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় এজলাসে। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারন নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এবং পুলিশের উপ-পরিদর্শক মোতালেব হোসেন এই সকল তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো বলেন, হেফাজতে দুই আসামির বিরুদ্ধে পল্টন ও মতিঝিল থানায় পৃথক দুই মামলার রিমান্ড শেষে তাদের আদালত হাজির করেন তদন্ত কর্মকর্তা। এই সঙ্গে বলেন তদন্ত শেষে না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক নিভানা খায়ের জেসি দুই জন্যকে কারাগারে রাথা আদেশ দেন।
সূত্রঃ সময়ের কণ্ঠস্বর