লিটন দাস “লং হিটিং” এর উন্নতি করতে কাজ করছেন - জাহান বাংলা নিউজ
![]() |
ছবিঃ লিটন দাস |
বাংলাদেশ ক্রিকেট দলটিকে একটি উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটর সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে লিটন।
এখন পর্যন্ত অনেক রেকর্ড তারা তাদের নিজের মত করে নিয়েছেন ক্রিকেট তরকারা। বাংলাদেশ ক্রিকেট দল এখন অনেক উচ্চ পর্যায় গিয়েছে। আর ভালো পর্যায়ে যে আমাদের আর চর্চা করা প্রয়োজন।
চলতি বছরের লিটন দাস সাদা বলে সময়টা ভালো যাচ্ছে না। লিটন দাস ৯টি ম্যাচ মিলিয়েও মোট রানে তিন আঙ্ক ( তিনশ) র্স্পশ করতে পারেনি।
ঘরের বা দেশের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ভালো করার জন্য নতুন কিছু করা জন্য চেষ্টা করছেন লিটন দাস।
লিটন বলেন, আমি গত ২ দিন ধরে চিন্তা কলাম লং হিটিং কীভাবে করা যায় যাতে আমি বেশি রান উপহার দিতে পারি বাংলাদেশ ক্রিকেন টিমকে। এবং এটা নিযে আমি কাজ করতে লাগলাম। নতুন কিছু শেখার বা নতুন কিছু উন্নতি করার চেষ্টা করছি বলে জানিয়েছে লিটন দাস।
তথ্যসূত্রঃ বিডি রিপোর্ট