১৪ জন যাত্রীকে অ্যাম্বুলেন্সে করে রংপুর নিয়ে যাচ্ছিলেন, পুলিশের হাতে ধরা - জাহান বাংলা নিউজ
বাংলাদেশে করোনা ভাইরাস বিস্তার রোধে সরকারি ঘেষিত নিষেধাজ্ঞা অমান্য করে অ্যাম্বুলেন্সে করে যাত্রী বহন করছিলো। যাত্রী বহন করাই অ্যাম্বুলেন্স চালক মোঃ সিরাজুলকে আটক করেন সাভার ট্রাফিক পুলিশ। এবং সাভার ট্রাফিক পুলিশ অ্যাম্বুলেন্সটিকে জব্দ করেন।
সোমবার (১০মে) রাত ৯টার দিকে সাভার ট্রাফিক পুলিশ সাভার থানার স্যান্ড থেকে অ্যাম্বুলেন্সেটিকে আটক করেন।
অ্যাম্বুলেন্স আটক করা পর ভিতরে দেখা যায় ১৪ জন যাত্রী বসে আছে। অ্যাম্বুলেন্সটিকে আটকার পর ১৪ জন যাত্রী কে নামিয়ে দেওয়া হয়।
সোমবার রাত ৯ টার দিকে একটি অ্যাম্বুলেন্স যাত্রী দেখতে পাওয়া সাভার ট্রাফিক পুলিশ অ্যাম্বুলেন্সকে থামানো হয়। এরপর অ্যাম্বুলেন্সটিকে চেক করতে গেলে দেখতে পাই ভিতরে গাদিগাদি ১৪ জন যাত্রী বসে আছে। এমন পরিস্থিতি দেখে সাভার ট্রাফিক পুলিশ অ্যাম্বুলেন্সসহ চালকে আটক করা হয়।
অ্যাম্বুলেন্স চালক মোঃ সিরাজুল বলেন, আমার এলাকার লোক বাড়ি যাবে কিন্তু কোন গাড়ি পাইনা। আমাকে চিনতে পেরে আমাকে অনেক অনুরোধ করে। তাদের অসহায়ত্ব দেখে নিরুপমা হয়ে তাদের অ্যাম্বুলেন্সে করে রংপুর নিয়ে যাচ্ছিলাম।