নান্নু বলেন, সৌম্য-মিঠুন মেধাবী, তারা মাঝেমধ্যে ভালো পারফর্ম করেছে।- জাহান বাংলা নিউজ
বাংলাদেশের ক্রিকেটার সৌম্য ও মিঠুন জাতীয় দলে তাদেরকে অন্তর্ভুক্ত করা নিয়ে অনেক প্রশ্ন ওঠেছে। এই দুই ক্রিকেটার নিজেদের প্রমাণের জন্য পাচ্ছেন অনেক সুযোগ।
তবে এই দুই ক্রিকেটার সেই সুযোগ কতটা কাজে লাগাছে তা নিয়ে সংশয়আছেন সমর্থকদের মধ্যে। নান্নু জানিয়েছেন,“ সৌম্য ও মিঠুন ক্রিকেটারদের সমর্থ্যের কথা বিবেচনা করে ধারাবাহিক না হওয়া সত্ত্বেও তাদের কে জাতীয় দলে রাথা হয়েছে”
তিনি আরও বলেন, “দুই ক্রিকেটার অনেক মেধাবী। তার হয়তো ধারাবাহিক ভাবে খেলতে পারেনা। তারা মাঝেমধ্যে ভালো পারফর্ম দেয়। তাই তাদের কে সুযোগটা দেই না ক্ষতি কি?
বাংলাদেশ ক্রিকেট দলেন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই দুই ক্রিকেটার। তারা অনেক বালো পারফর্ম দেখিয়েছে অনেক ম্যাচে।