যশোরের এক কিশোরকে ঈদে জামা কিনে না দেওয়া আত্মহত্যা - জাহান বাংলা নিউজ
![]() |
যশোরের এক কিশোরকে ঈদে জামা কিনে না দেওয়া আত্মহত্যা |
বৃহস্পতিবার (৬মে) রাতে যশোর জেলার চৌগাছায় ঈদে নতুন জামা কিনে না দেওয়া এক কিশোর আত্মহত্যা করেছে। এই ঘটনাটি ঘটেছে চৌগাছায় সদর ইউনিয়নের লস্কারপুর গ্রামে। লস্কারপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে হাবিবুর রহমান আত্মহত্যা করেছে।
সে চৌগাছায় গ্রামের একটি দোকানে থাইমিন্ত্রীর সহকারী হিসেবে কাজ করতো। নিহত হাবিবুর রহমানের চাচাতো ভাই জানিয়েছে, সে তার মার কাছে ঈদের টাকা চাই। কিন্তু তাদের পরিবারের অভাব ও সংকট থাকার কারণে তাকে টাকা দিতে না পালাই সে অভিমান করে নিজ ঘরে চলে যাই।
সে রাতে নিজ ঘরে গিয়ে আড়াল গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করনে। আজ শুক্রবার (৭মে) সকালে তাকে ডাকলে দরজা না খুলাই প্রতিবেশীরা দরজা ভেঙ্গে ফেলেন। এরপর ঘরে ভিতরে প্রবেশ করে দেখতে পাই লাশ ঝুলে আছে।
এই খবর পেয়ে চৌগাছা থানার পুলিশ এসেছে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য যশোরে সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়। এই ঘটনাটি চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম (সবুজ) নিশ্চিত করেন।
আমার মন্তব্যঃ
আপনাদের কাছে বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে যে আপনার কখন ঈদে জামা কাপড় না কিনে দেওয়া বা অন্যান কিছুর কারতে নিজেকে কখন শেষ করবে না। করণ আপনি হয়ত আজ পাননি কাল হয়তো পেয়ে যেতে পারে। মানুষের জীবন অনেক কিছু আছে সেই গুলোকে মোকাবিলা করাই হলো আমাদের কাজ।
পৃথিবীতে বেঁচে থাকতে হলে আমাদের যুদ্ধ ও মোকাবিলা করার মত ক্ষমতা রাখতে হবে তবেই আমরা বেঁচে থাকতে পারবো। আমাদের সবার প্রয়োজন গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো যাতে আমরা সবাই মিলে এক সাথে বেঁচে থাকতে পারি।
আমার মন্তব্য কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদের সাথে যুক্ত থাকতে সোশ্যাল মিডিয়ায়তে যুক্ত হতে পারেন বা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন খবর পড়তে পারেন।
মনে রাখবে জাহান বাংলা নিউজ কখনো কোন ভুয়া বা ভিত্তিহীন খবর পোস্ট করে না। ধন্যবাদ