আজ মহাসড়কে মাইক্রোবাস বিকল র্যাবের গাড়িকে ধাক্কায়, নিহত র্যাবসহ ২ - জাহান বাংলা নিউজ
আজ বুধবার সাড়ে ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার সরড়কে বিকল হয়ে পড়া র্যাবের গাড়িকে বিপরীত দিক হয়ে আশা মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই র্যাবের সদস্যসহ ২ জন নিহত হয়।
এই ঘটনায় আহত হয়েছে র্যাবের আরও তিন জন সদস্য। আহতদের উদ্ধার করে চিকিৎসা জন্য হেলিকপ্টার করে ঢাকায় নিয়ে আনা হয়।
ঢাকা - ময়মনসিংহ মহাসড়কে র্যাব - ৪ এর গাড়ি বিকল বা নষ্ট হয়ে পড়ে। মহাসড়ক থেকে গাড়ি সরিয়ে আনার জন্য র্যাব সদস্য ও স্থানীয় অটোরিকশা চালক লিটন মিয়াকে নিয়ে গাড়িটি ধাক্কা দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে আনার সময় পেছন থেকে মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই র্যাব সদস্যসহ স্থানীয় অটোরিকশা চালকে নিহত হন, এই তথ্য জানিয়েছেন মাওয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন।
এ সময় আহতদেরকে উদ্ধার করে স্থানীয় আলহেরা সেন্টারে প্রথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে র্যাবের হেলিকপ্টার এসে আহতদেরকে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
এ সময় ঘটনায় ঘাতক মাইক্রোবাস আকট করা হয় বলেন জানিয়েছেন।