জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্নাতক আবেদন শুরু ২০ জুন, দ্বিতীয়বারের সুযোগ থাকছে - জাহান বাংলা নিউজ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী ২০ জুন স্নাতক আবেদন শুরু হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা অনলাইনে আবেদন শুরু ২০ জুন হবে। ৩১ জুলাই আবেদন শেষে।
মঙ্গলবার (১৮মে) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটি ষষ্ঠ সভায় এ সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোঃ আবু হাসান এই বিষয়টি নিশ্চিত করেন।
মোঃ আবু হাসান বলেন গত বছরের প্রক্রিয়াতেই ভর্তি পরীক্ষা হবে। কিন্তু এই বছরে পরীক্ষায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংগ্রহণ করতে পারবে। করোনা পরিস্থিতি পর্যবেক্ষন করে ভর্তি পরীক্ষার তারিখসহ সংশ্লিষ্ট সকল বিষয় পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
তিনি আরও বলেন, এবার ভর্তি পরীক্ষার ফি বাড়ানো হয়নি। শিক্ষার্থীদের ইউনিট ভেদে ৬০০ থেকে ৪০০ টাকা ভর্তি ফি দিয়ে পরীক্ষা দিতে পারবে। তবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা হিসেবে শিক্ষার্থীদের জিপিএ কিছুটা বেশি চাওয়া হয়েছে।