খুলনা উপকূলে আঘাত আনতে পারে ঘূর্ণিঝড় “ইয়াস” ২৬ মে- জাহান বাংলা নিউজ
বাংলাদেশের খুলনা উপকূল এলাকায় ২৬ মে “ইয়াস” ঘূর্ণিঝড় আঘাত আনতে পারে বলে জানা আবহাওয়া অধিদপ্তর।
আজ শুক্রবার (২১মে) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন,বঙ্গোপসাগরে উত্তর আন্দামান ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে। জানিয়েছেন এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এটি বাংলাদেশে ২৬ মে খুলনা উপকূল এলাকায় আঘাত আনতে পারে।
এই ঘূর্ণিঝড়টি ২৬ মে নাগাদ উত্তর-পশ্চিম দিক দিয়ে অগ্রসর হয়ে ভারতের উড়িষ্য-পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের খুলনা উপকূল এলাকায় আঘাত আনতে পারে বলে জানান।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের দিকে ধেয়ে আসে ইয়াস ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেন ওমর।
তিনি আরও জানিয়েছেন, শনিবার (২২মে) বা রোববার (২৩মে) লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরপর সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বাংলাদেশ ও ভারতে আঘাত আনতে পারে ২৭মে বা ২৮ মে।
সূত্রঃ জাগো নিউজ