চুয়াডাঙ্গার মেম্বার এক কেজি ৬৩ গ্রাম সোনা ও মোটরসাইকেলসহ আটক - জাহান বাংলা নিউজ
রবিবার (৯মে) বিকেলে ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির একটি দল চোরাচালান বিরোধী অভিযানে সীমান্ত এলাকার গযেশপুর মাঠ থেকে চুয়াডাঙ্গার মেম্বার ইস্রাফিল হোসেন ওরফে পুকু ১ কেজি ৬৩ গ্রাম সোনা ও মোটরসাইকেল চোলাচালানের আভিযোগে গ্রেফতার করেন বিজিবি।
রবিবার বিকেলে ৪টা ৪০ মিনিটের সময় মহেমপুর ব্যাটালিয়ান (৫৮ বিজিবি) এর অধিনস্ত গায়েশপুর বিওপির নায়ের সুবেদার মোঃ জিলাস উদ্দিনের নেতৃত্ব ৬ সদস্য নিয়ে টহল দল জীবননগর উপজেলার গয়েশপুর স্কুল পাড়া মাঠে চোরাচালানের অভিযান চালানো হয়।
এমন সময় গয়েশপুর উপজেলার মৃত্যু দৌলত হোসেনের ছেলে সীমান্ত ইউনিয়ন পরিষদ ১ং ওয়ার্ডে মেম্বার ইস্রাফিল হোসেন ৩টি বিদেশী স্বর্ণের বার ১ কেজি ৬৩ গ্রাম সোনা ও চোরাচালান যুক্ত মোটরসাইকেল এবং নগদ ১৮ হাজার ২০ টাকাসহ আটক করা হয়েছে বলে জানিয়েছে, মহেশপুর ব্যাটালিয়ান (৫৮বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ নুজরুল ইসলাম সোমবার রাত ১২ টার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে।
আটকৃর্ত মোটরসাইকেল, স্বর্ণ, নগদ টাকাসহ সর্বমোট মূল্য ৫৯ লক্ষ ১৮ হাজার ৬১৬ টাকা। আটকতৃ বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দাযের করা হয়।