হেলেনা জাহাঙ্গীরের মেয়ে জেসি বলেন, করোনাকালে আমরা অ্যালকোহল খাইনি, ভাইয়ের লাইন্সেস আছে - জাহান বাংলা নিউজ
গতকাল বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালায় র্যাব। র্যাব চার ঘণ্টা অভিযান শেষে তাকে আটক করা হয়েছে। হেলেনার বাসা থেকে বিদেশি মদ, বিদেশি মুদ্রা, হরিণের চামড়া, বেশ কিছু ছুরি, ক্যাসিনো খেলার সরঞ্জাম ইত্যাদি জব্দ করা হয়েছে বলে জানানো হয়েছে র্যাব।
হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে উদ্ধার হওয়া মদ তার নয় এই গুলো তার ছেলের এই কথা বা দাবি করেন বহিষ্কুত আওয়ামী লীগ উপকমিটির সদস্য হেলেনা জাহাঙ্গীরের কন্যা জেসি আলম।
জেসি আলমের দাবি অহেতুক তার মাকে হয়রানি করা হচ্ছে। হরিণের চামড়া উপহার পেয়েছে তার মা এবং বিদেশি মুদ্রা অবৈধ না।
হেলেনা জাহাঙ্গীরের মেয়ে জেসি আলম বিদেশি মদ প্রসঙ্গে বলেন, উই আর অ্যালকোহল-ফ্রি ফ্যামেলি। আমরা করোনাকালীন কোনো অ্যালকোহল খাইনি। এই মদগুলোর কালেকশন আমার ভাইয়ার। তার এগুলোর লাইসেন্সও আছে। সেই লাইসেন্সও নিয়ে গেছে তারা।
জেসি আরও বলেন, হরিণের চামড়া মায়ের লীগের বন্ধুরা উপহার দিয়েছে। আমার ভাইয়ার বিয়ের দিন এইটি সেখানে উপহার দিয়েছে তারা।
জব্দকৃত বিদেশি মুদ্রা সম্পর্কে জানিয়েছেন জেসি আলম, আমারা ফ্রিকোয়েন্টলি দেশের বাইরে যাই। একটা দেশে না, আমরা অনেকগুলো দেশে যাই। আমাদের সবার পাসপোর্টও আছে। তো ফেরত আসার পার টাকা বেঁচে গেলে সেগুলো কী আমরা ফেলে দেবো নাকি?
তিনি আরও বলেন, একটা ক্যাসিনো করতে অনেক সরঞ্জাম লাগে যা আমাদের এখানে ছিল না। আমাদের এখানে তাস ছিল যা আমরা ফ্রেন্ডদের সাথে খেলতাম।
জেসি জানান, কয়েক মাস আগে আমার মায়ের অপারেশন হয়েছে। ঘুমানোর জন্য তাকে নিয়মিত ঔষধ নিতে হয়। এমন অবস্থায় যদি এসব কাহিনী করা হয় তাহলে একজন মানুষের মন-মানসিকতা ঠিক থাকবে না।
জেসি আলম দাবি করেন, র্যাবের অভিযান পরিচালনার জন্য কোনো ওয়ারেন্ট ছিল না। তারা আমাদের সাথে সহযোগিতা করতে পারতো। তা না করে তারা উল্টো আমাদেরকে দমিয়ে রেখেছে।