লবণ সিন্ডিকেটে নাকাল পোস্তার আড়তদাররা, হঠাৎ করে লবণের দাম দ্বিগুণ - জাহান বাংলা নিউজ
পোস্তার আড়তদাররা বলেছেন, হঠাৎ লবণের দাম বেড়ে যাওয়া চামড়া সংরক্ষণের জন্য বাধ্য হয়ে আমরা বেশি দামে লবণ কিনতে হচ্ছে। হঠাৎ একটি লবণ বিক্রেতার চক্র লবণের দাম বাড়িয়ে দিয়েছে। এতে চামড়া সংরক্ষণের খরচ বেড়ে যাচ্ছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হুশিয়ারি দেন লবনের দাম সহনীয় রাখার তাতেও কোন কাজ হচ্ছে না। অসাধু এই চক্র সুযোগ বুঝে লবণের দাম প্রায় দ্বিগুণ করেছে অসাধু ব্যবসায়রা। আজ সকাল থেকে চামড়া আসছে আড়তে কিন্তু চামড়ার পরিমাণে বেশ কম।
পোস্তার আড়তদারের কর্মীরা জানিয়েছেন, আজ কোরবানির শেষ দিন এতে অনেকেই কোরবানি করে থাকেন। মৌসুমি ব্যবসায়ীরা সে সকল চামড়া আনছেন । তবে চামড়ার দাম গত দু’ দিনের মতোই আছে, বলেন।
গত বছরের (২০২০ সালে) চেয়ে এবার গরুর চামড়ার দাম কিছুটা বেড়েছে কিন্তু ছাগলের চামড়া নিয়ে হতাশা কাটেনি এবারো। এবারো অনেকে ছাগলের চামড়া বিনা পয়সায় রেখে গেছেন বিক্রেতা।
গেল মধ্যরাতে যেসব চামড়া এসেছে, তা সংরক্ষণ উপযোগী করে তোলার কাজ চলছে। তবে পোস্তায় বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়নি বলে জানিয়েছে।