নওগাঁয়ের পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন - জাহান বাংলা নিউজ
গতকাল ২৩ জুলাই ( শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মধইল থেকে নজিপুর যাওয়ার পথে জলকার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি হলেন- একই উপজেলার মহিমাপুর গ্রামের মৃত নেপাল চন্দ্রের ছেলে অলিত চন্দ্র (৩২) ও সুভাষ চন্দ্র (২৬)।
স্থানীয়রা জানিয়েছেন, মোটরসাইকেলে করে মধইল থেকে নজিপুর আসছিলেন দুই ভাই অলিত ও সুভাষ। আসার পথে পত্নীতলার জলকার মোড়ে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে করে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী অলিত নিহত হন। এরপর স্থানীয়রা সুভাষকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক।
রামেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সুভাষের মৃত্যু হয়।
এই সকল তথ্য নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) “শামছুল আলম শাহ্” বাংলানিউজকে জানিয়েছে, ময়নাতদন্তের জন্য নিহত দুই ভাইয়ের মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সূত্রঃ বাংলানিউজ