দেশের সব ব্যাংক বন্ধ থাকছে আগামী রবিবার ও বুধবার
বাংলাদেশ করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায়, দেশের সকল ব্যাংক আগামী রবিবার ও বুধবার বন্ধ থাকবে। গত বুধবার বাংলাদেশ ব্যাংকের একটি প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেয়া হয়েছে।
গত ২৩ জুলাই থেকে শুরু হওয়া কঠোরতম বিধিনিষেধের মধ্যে সচল আছে দেশের ব্যাংকগুলো মাঝে ঈদের ছুটি ছিল তার জন্য বন্ধ ছিল ব্যাংক পরে আবার দেশে সকল ব্যাংক সচল ছিল।
গত বুধবার প্রজ্ঞাপনে বলা হয়, সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ব্যাংকের লেনদেনের সময় বৃদ্ধি করা হয়েছে। এই তিন দিন সকাল ১০টা থেকে বেলা ২.৩০ মিনিট পর্যন্ত লেনদেন করতে পারবেন গ্রাহকরা বলেছেন এই প্রজ্ঞাপণে।
বর্তমানে চলমান বিধিনিষেধে ব্যাংকগুলোতে লেনদেন বা গ্রাহক সেবা চলছে সকাল ১০টা থেকে বেলা ১.৩০ মিনিট পর্যন্ত।
এই বিধিনিষেধ বা চলমান কঠোর লকডাউন শেয়ারবাজারেও লেনদেন চলছে। তবে রাজধানীর ঢাকার ব্যাংকের শাখাগুলোয় তেমন ভিড় দেখা যাচ্ছে না।
সূত্রঃ যমুনা টিভি।
ই-মেইলঃ [email protected] অথবা এইখানে ক্লিক করুন।