আগামী কাল থেকে বিকাশে আসে ধামাকা অফার ১৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক - জাহান বাংলা নিউজ
আমরা প্রশ্ন করেছিলাম 'আপনারা আগস্ট মাসে কোন বিকাশ সার্ভিসের উপর অফার চান?"। অনেক গ্রাহক বিভিন্ন সার্ভিসের উপর অফার চেয়ে তাদের উত্তর জানিয়েছেন কমেন্টে। তাই আগস্ট মাসের ১-৬ তারিখ আপনাদের জন্য আসছে 'বিকাশ অ্যাপে সারপ্রাইজ অফার'। ১ তারিখ থেকে প্রতিদিন বিকাশ অ্যাপের একটি করে সার্ভিসের উপর থাকবে সারপ্রাইজ অফার।
অফারগুলো জানতে ১ তারিখ থেকে প্রতিদিন চোখ রাখুন বিকাশ অ্যাপ ও অফিসিয়াল ফেসবুক পেজে।
এই অফারটির ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
করোনায়ভাইরাসে ঘরবন্দি এ সময়ে দৈনন্দিন লেনদেনকে আরও সাশ্রয়ী করতে বিকাশ নিয়ে আসে ১ থেকে ৬ আগস্ট প্রতিদিন একটি করে সারপ্রাইজ অফার নিয়ে। আগামী কাল ছয়টি অফারে সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন একজন গ্রাহক।
প্রতিদিনের নতুন অফারগুলো সম্পর্কে জানতে পারবেন বিকাশের অফিসিয়াল ফেসবুক পেজ ও অ্যাপ ।এ সারপ্রাইজ অফারে গ্রাহক ছয় দিনে ছয়টি আলাদা সেবায় বিভিন্ন পরিমাণ ক্যাশব্যাক পাবেন।
এই অফারগুলো শুধুমাত্র বিকাশ অ্যাপ ব্যবহার করে নিতে হবে। যেদিন যে অফার চালু থাকবে সেই অফারের আওতায় একবারই নির্দিষ্ট পরিমাণ ক্যাশব্যাক নিতে পারবেন একজন গ্রাহক।
বিকাশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/bkashlimited এবং বিকাশ অ্যাপের হিরো ব্যানার ও ইনবক্স নোটিফিকেশন থেকে প্রতিদিনের অফার সম্পর্কে জানতে পারবেন গ্রাহক।
ব্যবহৃত সেবাগুলোর কথা বিবেচনায় রেখেই এ প্রথমবার গ্রাহকদের জন্য একসঙ্গে ছয় দিনে ছয়টি অফার নিয়ে এসেছে বিকাশ।
বিকাশের বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন যেমন- সেন্ড মানি, অ্যাড মানি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ, অনুদান, কেনাকাটার পেমেন্ট, কর পরিশোধ, বিভিন্ন অনলাইন নিবন্ধন ও সরকারি সেবার ফি পরিশোধ, স্কুল-কলেজের বেতন পরিশোধ, যানবাহনের টিকিট কেনা, ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেওয়াসহ অসংখ্য সেবা যেকোনো সময় যেকোনো স্থান থেকে গ্রহণ করার সুযোগ তৈরি করে সবার আস্থার প্রতীক হয়ে উঠেছে বিকাশ।
সূত্রঃ বাংলা নিউজ ২৪