কোভিড-১৯ পরিস্থিতিতে ২০২১ শিক্ষাবর্ষে পাঠ্যসূচির ভিত্তিতে এ্যাসাইমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা।
অ্যাসাইনমেন্ট -২
অধ্যায় ও অধ্যায়ের শিরোনামঃ বাংলাদেশ ও বিশ্বসভ্যতা
পাঠ্যসূচির অন্তর্ভুক্ত পাঠনম্বর ও বিষয়বস্তুঃ
পাঠ -১ ভারত উপমহাদেশে নগর সভ্যতা
পাঠ – ২ উয়ারী বটেশ্বরে
পাঠ -৩ মহাস্থানগড় (পুন্ড্রুনগর)
পাঠ -৪ ও ৫ প্রাচীন বিশ্বসভ্যতা
এ্যাসাইনমেন্টঃ
বাংলাদেশের কয়কটি প্রাচীন সভ্যতার নাম, অবস্থান, প্রাপ্ত নির্দশন, ব্যাণিজিক গুরুত্ব, এবং সংস্কৃতির বৈশিষ্ট্য উল্লেখ করে ছকের মাধ্যমে তালিকা প্রস্তুত কর এবং বর্তমান বাংলাদেশের সংস্কৃতি সাথে প্রাচীন সংস্কৃতি সাদৃশ্য ও বৈসাদৃশ্য অনুসন্ধান করে একটি প্রতিবেদন তৈরি কর।
৬ষ্ঠ শ্রেণি অ্যাসাইনমেন্ট ১০ম সপ্তাহ “বাংলাদেশ ও বিশ্বপরিচয়” এর অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম।
নির্দেশনাঃ
১। প্রশ্নে যে নমুনা ছক দেওয়া আছে তা অনুরুপ তৈরি করো।
২। প্রশ্নের
নমুনা ছক আলোকে এ্যাসাইনমেন্ট তৈরি করো।
৩।
পাঠ্যপুস্তুক থেকে প্রয়োজনীয় তথ্য
এ্যাসাইনমেন্টে লিখ।
৪।
এ্যাসাইনমেন্ট লেখার জন্য একাধিক কাগজ ব্যবহার করতে পারবে।
৫।
প্রয়োজনীয় অনুযায়ী প্রতিটি সভ্যতার জন্য একটি করে ছবি দিতে পারবে।
অ্যাসাইমেন্ট শুরু
বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অ্যাসাইনমেন্টর উত্তর আপনাদের সুবিধার জন্য আমরা PDF file কিরেছি।
৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট ১০ম (দশম) সপ্তাহের বাংলাদেশের ও বিশ্বপরিচয় এর উত্তর PDF File ডাউনলোড করতে নিচে ক্লিক করুন।
বাংলাদেশ ও বিশ্বপরিচয় উত্তর PDF ডাউনলোড
অ্যাসাইমেন্ট শেষ
আপনার মতামত আমাদের কাছে খুবি গুরুত্বপূর্ণ।
*** বিঃদ্রঃ কমেন্ট কোন প্রকার খারাপ বা দেশ বিরুদ্ধে এবং মানবতার বিরুদ্ধে এই সকল কথা লিখা যাবে এটি ইন্টারনেট আইন ভঙ্গ করে। এই ধরনের কথা বা লিখা এ্যাডমিন ও মডারেটর কখন গ্রহণ করবে না।***