কঠোর লকডাউন মধ্যে চাঁপাইনবাবগঞ্জে ৫৫ জনের দেহ করোনা শনাক্ত হয়েছে - জাহান বাংলা নিউজ
গত ২৩ শে জুলাই সারাদেশ ১৪ দিনের কঠোর লকডাউন চলমান আছে। এর মধ্যেও করোনা শনাক্ত হার বৃদ্ধি পাচ্ছে। আজ শনিবার (১আগস্ট) চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্ত হযেছে ৫৫ জনের শরীরে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করেন ১৬৮ টি। আর গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয় ১জন। মৃত্যু ব্যাক্তি হলে গোমস্তাপুরের বাসিন্দা। চাঁপাইনবাবগঞ্জে আজ করোনা রোগী সুস্থ হয়েছেন ১৫৩ জন।
যে সকল এলাকার করোনা রোগী শনাক্ত হয়েছে তা নিচে দেওয়া হলো, চাঁপাইনবাবগঞ্জ সদর ৩৫ জন, শিবগঞ্জে ৪ জন, নাচোলে ১ জন এবং ভোলাহাটে ১৫ জন। মোট করোনা শনাক্ত হয়েছে ৫৫ জনের দেহে।
যে সব এলাকায় করোনা রোগী সুস্থ হয়েছে তা নিচে দেওয়া হলো, চাঁপাইনবাবগঞ্জ সদর ৫১ জন, গোমস্তাপুরে ৭৩ জন, শিবগঞ্জে ২০ এবং নাচোলে ৯ জন মোটা সুস্থর সংখ্যা ১৫৩ জন।
সূত্রঃ সিভিল সার্জন, চাঁপাইনবাবগঞ্জ।