চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জমি দখলকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা,আহত ৫
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফতেপুর ইউপির মাধবপুর গ্রামে জমি দখলকে কেন্দ্র করে হতাহতের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়ে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন ৫ জন।
ভুক্তভোগির পরিবার সূত্রে জানাগেছে, পূর্ব শত্রুতার জের ধরে ফতেপুর সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিন জোর পূর্বক জমি দখল করতে এসে নির্যাতন ও হত্যা চেষ্টা করেছে। ৫/৬ জন দেশীয় অস্ত্র নিয়ে পরেশ কুমার, বিজয় মাহাতো, সুশীল কুমার মাহাতো. নগেন্দ্র নাথ মাহাতো ও সনজিত কুমার মাহাতো কে সকলের সামনে এলোপাথাড়ি কোপ দিয়ে প্রাণনাশের চেষ্টা করে।
জানাগেছে, দীর্ঘদিন যাবৎ ওই জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। উক্ত জমি মামলার মাধ্যমে নগেন্দ্রনাথ মাহাতোদের অনুকূলে আসে এর প্রেক্ষিতে পহেলা আগস্ট রোববার নগেন্দ্র নাথ মাহাতো সহ তার লোকজন জমিতে কাজ করার সময় নাসির উদ্দিন সহ তার সঙ্গীরা তাদেরকে মারধোরের শিকার করে।
এক পর্যায়ে এলাকাবাসী এগিয়ে আসলে তারা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে ভুক্তভোগীর আত্বীয় স্বজন এলাকাবাসীর সাহায্য নিয়ে অটোরিকশা করে আহতদেরকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।
সূত্রঃ নাচোল প্রতিদিন ফেসবুক গ্রুপ