চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেন - জাহান বাংলা
নাচোল থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখার পৃথক দুটি অভিযানে ১ কেজি গাঁজা ও ১২৫ বোতল ফেন্সিডিলসহ ০২ ব্যাক্তি আটক
১ম অভিযানে,নাচোল থানার অভিযানে ২৮/৮/২১ ইং তারিখ ১৮.০০ মিনিটে নাচোল থানার কালইর খারিপারা হতে ১ কেজি গাঁজাসহ মোঃ শামীম (৩৩), পিতা - মোঃ শাজেমান সাং সাবাইতারা থানা নাচোলকে গ্রেফতার করা হয়।
২য় অভিযানে,জেলা গোয়েন্দা শাখা এর অভিযানে
আসামি ০১) মোঃ নাদিম হোসেন (২০) পিতা- মোঃ রফিকুল ইসলাম, সাং -পিরোজপুর পশ্চিমপাড়া, থানা- শিবগঞ্জ কে ইং ২৮/৮/২০২১ তারিখ ২১:৪৫ মিনিটে শিবগঞ্জ থানাধীন পিরোজপুর মোড় থেকে ১২৫(একশত পঁচিশ) বোতল ফেন্সিডিল সহ আটক করা হয় ।
উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।