এক্সিম ব্যাংকের পরিচালক ৪ লাখ শেয়ার বিক্রি করবেন - জাহান বাংলা
এক্সিম ব্যাংকের স্বাধীন পরিচালক ৪ লাখ শেয়ার বিক্রি করবেন বলে জানিয়েছে। বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংক প্রতিষ্ঠানের এক স্বাধীন পরিচালক নিজের ৪ (চার) লাখ শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই সকল তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ( ডিএসই) জানায়, এক্সিম ব্যাংকটির স্বাধীন পরিচালক রঞ্জন চৌধুরীর কাছে বর্তমানে মোট ৯ লাখ ৯৭৫টি শেয়ার রয়েছে । সেই শেয়ার থেকে ৪ লাখ ৯৭৫টি শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন তিনি।
এক্সিম ব্যাংকটির এই স্বাধীন পরিচালক আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঘোষণাকৃত এসব শেয়ার বিক্রি সম্পন্ন করবেন।
সূত্রঃ বাংলা নিউজ ২৪