৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট ১৬ তম সপ্তাহের বাংলাদেশে ও বিশ্বপরিচয় এর উত্তর। সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রশ্ন আজ প্রকাশিত হয়েছে। তাই এই পোস্টটি সকল শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে যারা অনলাইনে তাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং উত্তর খুঁজছেন। সুতরাং আপনি আমাদের কাছ থেকে অ্যাসাইনমেন্ট প্রশ্নের উত্তরগুলি সহজেই ডাউনলোড করতে পারেন। এর ধারাবাহিকতায় ১৬তম সপ্তাহের প্রকাশিত হয়েছে।
ষষ্ঠ শ্রেণি অ্যাসাইনমেন্ট ১৬ তম সপ্তাহের বাংলাদেশ ও বিশ্বপরিচয় উত্তর ২০২১
করোনাভাইরাসের কারণে এই বছর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। সুতরাং প্রত্যেক শিক্ষার্থীর কথা বিবেচনা করে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে প্রত্যেক শিক্ষার্থীকে অ্যাসাইনমেন্ট এর উপর ভিত্তি করে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে। তাই ১ নভেম্বর ২০২১ সাল থেকে আপনাদের এসাইনমেন্ট তৈরি কার্যক্রম শুরু হয়েছে।
class 6 bangladesh o bisho porichoy assignment answer 2021 16th week
ষষ্ঠ শ্রেণি অ্যাসাইনমেন্ট ১৬ তম সপ্তাহের বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রশ্ন ২০২১
তৃতীয় অধ্যায় : বিশ্ব ভৌগােলিক পরিমণ্ডলে বাংলাদেশ
পাঠ -১ ভারত উপমহাদেশের নগর সভ্যতা। উয়ারী – বটেশ্বর।
পাঠ- ৩ মহাস্থানগড়ে (পুন্ড্র নগর)
পাঠ – ৪ ও ৫ প্রাচীন বিশ্বসভ্যতা।
ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে একটি পােস্টার উপস্থাপন / তৈরি করে ।
ষষ্ঠ শ্রেণি অ্যাসাইনমেন্ট ১৬ তম সপ্তাহের বাংলাদেশ ও বিশ্বপরিচয় উত্তর ২০২১
পিডিএফ ফাইনালে নিচে.........
উত্তরঃ শুরু
সমাধান :
নিন্মে ইউনেস্কো কর্তিক ঘােষিত বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে একটি পােস্টার উপস্থাপন বা তৈরি করা হলাে । সুন্দর বন ৬ ডিসেম্বর ১৯৯৭ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে । এটি বাংলাদেশ ও ভারতীয় অংশ হলেও বাংলাদেশেই বেশিরভাগ অঞ্চল রয়েছে এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ভিন্ন ভিন্ন নামে সুচিবদ্ধ হয়েছে । যথাক্রমে সুন্দর বন ও সুন্দরবন জাতীয় উদ্যান নামে ।
সুন্দরবনের অবস্থানঃ
সুন্দরবন হলাে বঙ্গোপসাগরের উপকুলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভুমি । বিশ্বের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এটি অন্যতম । পদ্মা মেঘনা , ও ব্রহ্মপুত্র নদীদ্বয়ের অববাহিকায় বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরুপ বনভুমি । বাংলাদেশের খুলনা , সাতক্ষীরা , বাগের হাট , পটুয়াখালী ও বরগুনা জেলা মিলে সুন্দরবনের অংশ । সুন্দরবনের মােট আয়তন ১০ হাজার বর্গকিলােমিটার । এর মধ্যে বাংলাদেশের অংশ হলাে ৬০১৭ বর্গকিলােমিটার বাকী অংশ হলাে ভারতীয়দের ।
সুন্দরবনে জালের মতাে জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা কাদা চর এবং ম্যানগ্রোভ বনভুমির লবনাক্ততাসহ ক্ষুদ্রায়তন দ্বীপমালা । বাংলাদেশের অর্থনীতিতে সুন্দরবনের গুরুত্বপুর্ন ভুমিকা রয়েছে।এটি দেশের বনজ সম্পদের একক বৃহত্তম উৎস । এই বন কাঠের উপর নির্ভরশীল শিল্পে কাচামালের জোগান দেয় । এই বন বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে ।
বাংলাদেশে সুন্দরবনের গুরুত্ব নিম্নরুপঃ
১. সুন্দরবনে প্রচুর পরিমান সুন্দরী , গেওয়া , বনকাঠি , গরান ও কেওড়া সহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে । এই গাছগুলাে বাংলাদেশের অর্থনীতিকে প্রচুর সমৃদ্ধ।
২. সুন্দরবন করা প্রচুরকাঠ , জ্বালানি সংগ্রহ করা হয়।
৩. সুন্দরবন থেকে প্রচুর মধু সংগ্রহ করা হয় ।
৪. এই বন থেকে প্রচুর শামুক ও ঝিনুক সংগ্রহ করা হয় । সুন্দরবনে মােট ৩৩৪ প্রজাতির উদ্ভিদ রয়েছে ।
৫. সুন্দরবনের জেলেরা প্রচুর পরিমান মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে থাকে ।
৬ সুন্দর বনে প্রচুর পরিমানে উদ্ভিদ থাকায় প্রাণীকুল সহজে টিকে থাকতে পারে ।
৭ সুন্দরবনে যে সমস্ত প্রাণী ও উদ্ভিদ রয়ে পরিবেশের জন্য অনুকুল ।
৮. এই বনে প্রচুর অর্থনৈতিক কর্মকান্ড হয়ে থাকে বলে অনেক লােক সহজে জীবিকা নির্বাহ করেন ।
৯. এইবন আছে বলে বাংলাদেশের মত নিম্ন অঞ্চল এলাকায় পরিবেশ বিপর্যয় ঘটছে না ।
১০.এইবনে হাজার ও রকম প্রাণীবসবাসকরে বিধায় এক দিকে প্রাণী বসবাসের অনুকুল স্থান ও টিকে থাকল ।
১১. সুন্দরবন বাংলাদেশের পর্যটক খাতকে সমৃদ্ধ
১২. সুন্দরবন দেখতে প্রতিবছর বিদেশি পর্যটকবাংলাদেশে আসে লে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে ।
১৩. এই বন থাকার ফলে বাংলাদেশ বিশ্ব দরবারে ব্যাপক পরিচয় লাভ করে ।
১৪. সুন্দরবন ভূমিক্ষয় রােধ করছে এবং বাতাসে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করছে ।
১৫. সুন্দরবন বিভিন্ন ভেষজ উদ্ভিদের যােগান দিচ্ছে । পরিশেষে আমরা বলতে পারি যে , বাংলাদেশের যত প্রাকৃতিক সম্পদ রয়েছে সুন্দরবন তাদের মধ্যে অন্যতম । এর গুরুত্ব ও তাৎপর্য শুধু বাংলাদেশের নয় পুরাে বিশ্বে এর সুযােগ সুবিধা ভােগ করছে । বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ বন হচ্ছে আমাদের সুন্দরবন । যা বাংলাদেশকে বিশ্বের দরবারে সম্মানের আসনে নিয়েছে । সুন্দরবন আল্লাহ প্রদত্ত এক প্রাকৃতিক নিয়ামত । এ সম্পদকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ আরাে সমৃদ্ধশালী হতে পারবে ।
ষষ্ঠ শ্রেণি অ্যাসাইনমেন্ট ১৬ তম সপ্তাহের বাংলাদেশ ও বিশ্বপরিচয় উত্তর পিডিএফ
আপনার মতামত আমাদের কাছে খুবি গুরুত্বপূর্ণ।
*** বিঃদ্রঃ কমেন্ট কোন প্রকার খারাপ বা দেশ বিরুদ্ধে এবং মানবতার বিরুদ্ধে এই সকল কথা লিখা যাবে এটি ইন্টারনেট আইন ভঙ্গ করে। এই ধরনের কথা বা লিখা এ্যাডমিন ও মডারেটর কখন গ্রহণ করবে না।***