ত্রিপুরায় উগ্রবাদী হিন্দুরা মুসলিমদের মসজিদ ও বাসাবাড়ি ভাংচুর ও জ্বালিয়ে দিচ্ছে , চলছে লুটপাট
ত্রিপুরায় মুসলিমদের মসজিদ ও বাসাবাড়ি ভাংচুর ও জ্বালিয়ে দিচ্ছে উগ্রবাদী হিন্দুরা, চলছে লুটপাট
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় মুসলিম সম্প্রদায়ের ওপর গত ৬ দিন ধরে ব্যাপক হামলা, লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।
গত ২০ অক্টোবর থেকে রাজ্যজুড়ে চলা এই হামলায় অন্তত ১২টি মসজিদ এবং কয়েক ডজনেরও বেশি বাড়িঘর-দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম মাকতুব মিডিয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের তেলেঙ্গানা রাজ্যভিত্তিক দৈনিক দ্য সিয়াসাত ডেইলি।
ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ, বজরং দল এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) ব্যানারধারী কিছু সদস্য এই হামলার সাথে সরাসরি সংশ্লিষ্ট বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে পত্রিকাটি।