জেলা গোয়েন্দা শাখা, চাঁপাইনবাবগঞ্জের অভিযানে প্রতারক চক্রের তিনজন আটক - জাহান বাংলা
জেলা গোয়েন্দা শাখা, চাঁপাইনবাবগঞ্জের অভিযানে প্রতারক চক্রের তিনজন আটক।
দীর্ঘদিন যাবত, ধৃত মােঃ তানজিরুল ইসলাম ওরফে জজ(২৮) ও অপর দুই নারী সহ অজ্ঞানামা ৪/৫ জনের একটি প্রতারক চক্র চাঁপাইনবাবগঞ্জে লোকচক্ষুর অন্তরালে প্রেমের প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে আনত। বাসায় ডেকে তারা প্রথমেই তারা ভিকটিমের মোবাইল সহ টাকাপয়সা কেড়ে নিত।
এরপর ভয় ভীতি দেখিয়ে অশ্লীল ভিডিও ধারণ করত। সেই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার নাম করে মোটা অংকের টাকা দাবি করত এই প্রতারক চক্রটি। তাদের ফাঁদে পরে অনেকেই সর্বস্বান্ত হয়েছে।চক্রটি দেহব্যাবসা ছাড়াও বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িত।
জেলা গোয়েন্দা শাখা, চাঁপাইনবাবগঞ্জ গোপন সংবাদের ভিত্তিতে এই চক্রের সন্ধান পায়। এরপর অভিযান চালিয়ে অদ্য ২৯/ ১০/২০২১ তারিখ চাঁপাইনবাবগঞ্জ সদরের বিভিন্ন এলাকা থেকে প্রতারক চক্রের ০৩ জন সদস্যকে গ্রেফতার করে।