চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলার ফুরশেদপুর বিরেন বাজারের মার্কেটে আগুন - জাহান বাংলা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আপেল মান্নান
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মার্কেটে আগুন।চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মার্কেটে আগুন লেগে ৫ টি দোকান ভূসিভূত হয়েছে । এতে প্রায় ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
বুধবার ভোরে উপজেলার ফতেপুর ইউনিয়নের ফুরশেদপুর বিরেন বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। মার্কেটে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
বাজারের নৈশ্য প্রহরী জানান, ভোর ৫টার দিকে কিটনাশকের দোকানের ভেতর থেকে ধোয়া দেখতে পাই। অল্প সময়ের মধ্যে আগুন মার্কেটের ভেতরে ছড়িয়ে পড়ে। এতে মার্কেটে আফজাল হোসেনের কিটনাশকের দোকান, হাবিবুর রহমান বাবুর মুদি দোকান, আলোর দিশারী ভোগ্যপণ্য সমবায় সমিতি লিঃ এর অফিস এর ভেতরের সব মালামাল পুড়ে নষ্ট হয়ে যায়। অল্পের জন্য রিমনের দুইটি মুদি দোকানের মালামাল বের করতে সক্ষম হয়। খবর পেয়ে নাচোল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক আফজাল হোসেন জানান, প্রতিদিনের মত আজকেও রাত দশটার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। আজ সকালে আমার দোকান সহ মার্কেট এর ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে এলাকাবাসী আমাকে খবর দিলে আমি দোকানে এসে দেখি আমার দোকানে আগুন জ্বলছে।
নাচোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার আকবর হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে কিটনাশকের দোকানে লেগে গেলে আগুনের ভয়াবহতা বেড়ে যায়। এতে করে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ১৩লাখ টাকা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পরে নাচোল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।