জাপান ১৮ বছরের কম বয়সীদের ৭৫ হাজার টাকা হাত খরচ দেবেন - জাহান বাংলা
জাপানে ১৮ বছরের কম বয়সীদের ১ লাখ ইয়েন (৭৫ হাজার টাকা) হারে নগদ প্রণোদনা দেওয়ার উদ্যোগ নিয়েছে এই দেশের সরকার। অর্থনৈতিক প্রণোদনা প্যাকেজের আওতায় জাতীয় পরিচয়পত্রধারীদের এ অর্থ বিতরণ করা হবে।
করোনাকালে ঝিমিয়ে পড়া জাপানি অর্থনীতিকে চাঙ্গা করতে ভোক্তাদের খরচে আগ্রহী করতে চায় জাপান।
এদিকে বা-মায়েদের আয়ের বাইরেও সন্তানদের হাতে খরচের অতিরিক্ত অর্থ থাকার প্রয়োজনও বোধ করছে সরকার। সিদ্ধান্তটিও এলো সেখান থেকে।এদিকে এই প্রণোদনা সুবিধা থেকে বিত্তশালী পরিবারের সন্তানদের বাদ দেওয়ার চিন্তা করছে জাপান।
সেইসঙ্গে দরিদ্র পরিবারের সন্তানদের ১ লাখ ইয়েনের অতিরিক্ত আরও ৫০ হাজার ইয়েন দেওয়ারও পরিকল্পনা তাদের। গত মাসের সাধারণ নির্বাচন প্রচারণার সময় লিবারেল ডেমোক্রেটিক পার্টির জোট অংশীদার – কোমেইটোর ইশতেহারে ছিল কয়েকশ বিলিয়ন ডলার অর্থমানের এই প্যাকেজ।
ধারণা করা হচ্ছে, ২০২২ সালের বসন্তের মধ্যে গ্রাহকদের হাতে এ অর্থ পৌঁছে যাবে বলে জানিয়েছে জাপান সরকার।