মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরমপূরণ নিয়মনীতি এবং ফি বিস্তারিত ২০২১ | জাহান বাংলা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণ ২৬ ডিসেম্বর থেকে শুরু ২০২১। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণ শুরু হচ্ছে আগ্রামী ২৬ ডিসেম্বর ২০২১ তারিখ।
২০১৯ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণ ফি এবং নিয়মনীতি?
বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে , জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণ এএ / এমএসএস / এমবিএ / এমএসসি / এম মিউজ শেষ পর্ব ( আইসিটি সহ ) পরম পূরণীয় কার্যক্রম অন - লাইনে সম্পন্ন হবে । পরীক্ষার আবেদন ফরম বিবরণী ফরম পূরণ ও জমাদানের তারিখসহ নিয়মাবলী নিয়ে প্রদত্ত হলো । পরীক্ষার বিস্তারিত সময়সূচী এবং অন্যান্য যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে জানানো হবে ।
১। ২০১৯ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণ আবেদন ফরম পূরণ বিবরণী ফরম জমাদানের সময়সূচী / নিয়মাবলীঃ
ক) আবেদনকারী পরীক্ষার্থীদের Online- এ আবেদন ফরম ডাউনলোড করার সময়সীমাঃ ২৬/১০/২০২১ হতে ২৫/০১/২০২২
খ) আবেদন ফরম কলেজ কর্তৃক নিশ্চয়নের শেষ তারিখঃ ২৭/০১/২০২২
গ) Pay Slip সংগ্রহঃ ( বিস্তারিত- ১০ ( খওগ ) দ্রষ্টব্য ) ৩০/০১/২০২২ হতে ০২/০২/২০২২
ঘ) উল্লিখিত তারিখ সমূহে আবেদন ফরম পূরণকৃত পরীক্ষার্থীদের অনলাইনে এন্ট্রিকৃত বিবরণী ফরম , হিসাব এবং টার্মপেপার ইনকোর্স ও মাঠকর্ম নম্বরের মূল ম্যানুয়াল কপি ও হিন্ট কপির ০১ ( এক ) কপি বিষয়ওয়ারী আলাদাভাবে পালাসিল করে বিশ্ববিদ্যালয়ে / অঞ্চলিক কেন্দ্রে জমাদানের শেষ তারিখঃ ০৩/০২/২০২২
২। আবেদন ফরম পূরণের নির্ধারিত ফিঃ ( এম.মিউজ , লাইব্রেরী সায়েন্স এবং আইসিটি ব্যতীত )
৩। ২০১৯ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফি ( প্রতি শিক্ষার্থী)
বিঃদ্রঃ- ( ১ ) আবেদন ফরম পূরণের সময় পরীক্ষার টার্মপপার ও ইনকোর্স পরীক্ষায় প্রায় সম্বরের মূল ম্যানুয়াল কপি থেকে অন - লাইনে রেজিস্ট্রেশন নম্বরের বিপরীতে নম্বর এন্ট্রি করার পর প্রিন্ট মূল ম্যানুয়াল কপির সাথে যাচাই করে বিভাগীয় প্রধান ও অধ্যক্ষ কর্তৃক স্বাক্ষরিত হবার পর মূল ম্যানুয়াল ও প্রিন্ট কপিগুলো বিষয় ওয়ারী আলদা খামে পালসিল করে বিবর্তী জমা দেয়ার মার্স শেষ পর্ব শা আঞ্চলিক কেন্দ্রে হাতে হাতে জমা দিতে হবে এবং ফটোগুপি কাজে সংরক্ষণ করতে হবে । মুল ম্যানুয়াল কপির বাইরে কোন নম্বর গ্রহণ করা
( ২ ) মৌখিক / হরিক / মাঠকর্ম / থি পত্রের নম্বরসমূহ প্রেরণের নির্দেশনা পরবর্তীতে জানানো হবে ।
( ৩ ) রেজি কার্ড ও এরেপত্রে উল্লিখিত পত্রকোড ব্যতীত অন্য কোন পত্রকোডে পরীক্ষায় অংশ গ্রহণ করলে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে না । এমনকি পরীক্ষার পরে রেজিঃ কার্ড ও প্রবেশপত্রে পত্রকোড কোনভাবেই সংশোধন করা যাবে না ।