রাত ৩টায় বরগুনাগামী লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ১ জন্য নিহত | জাহান বাংলা
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে লঞ্চটি ঝালকাঠির বিয়াকুলে পৌঁছালে সুগন্ধা নদীতে অগ্নি দুর্ঘটনা ঘটে।
গত কাল রাতে ঢাকা থেকে বরগুনাগামী 'এমভি অভিযান' নাম লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই লঞ্চ দুর্ঘটনায় আগুনে এক নারী নিহত হয়েছেন। এছাড়া অগ্নিদগ্ধ হয়েছেন অন্তত ৭০ জন যাত্রী।
তবে, অনেক যাত্রীই লঞ্চ থেকে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচিয়েছেন। যারা আগুন থেকে বাঁচতে নদীতে লাফ দিয়েছেন তাদের মধ্যে অনেকে সাঁতর কেঁটে তীরে উঠলেও অনেকে নিখোঁজ।
উদ্ধার হওয়া যাত্রীরা জানান, রাত তিনটার দিকে লঞ্চের ইঞ্জিনরুম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে সে আগুন পুরো লঞ্চে ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে অনেক যাত্রী লঞ্চ থেকে ঝাঁপিয়ে পড়ে। এতে হতাহতের সংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। লঞ্চটিতে প্রায় দুই শতাধিক যাত্রী ছিল বলেও জানান উদ্ধার হওয়ারা।
খবর পাওয়ার পরপরই উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা। তবে, কুয়াশার কারণে উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে। এদিকে, আহত ৭০ জনকে উদ্ধার করে স্থানীয় ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
সূত্রঃ ডিবিসি নিউজ