ঈদগাহতে জানাজা নামাজ পড়ার যাবে কি? ঈদগাহতে জানাজা নামাজ পড়া জায়েজ কি? ইসলাম কি বলে? | জাহান বাংলা
ঈদগাহতে জানাজা নামাজ পড়ার যাবে কি? ঈদগাহতে জানাজা নামাজ পড়া জায়েজ কি? ইসলাম কি বলে?
এই সম্পর্কে জানিয়েছে, আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী। নিচের এর উত্তর দেওয়া হয়েছে।
উত্তর :
ঈদগাহতে জানাজা নামাজ পড়ার যাবে বা চলবে। কারণ, এটি পাঞ্জেগানা মসজিদ নয়। মসজিদের ভেতরে লাশ রেখে জানাজা সহীহ হয় না। তবে, বাইরে জানাজা পড়ার সময় প্রয়োজনে মসজিদের ভেতরেও কাতারে লোক দাঁড়াতে পারে। অর্থাৎ, মৃতদেহটি মসজিদের বাইরে থাকতে হবে।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।