বৃহস্পতিবার থেকে বাইরে বের হলে শাস্তি যদি, মাস্ক না পরে | জাহান বাংলা
বাংলাদেশে করোনাভাইরাসের নতুন ধরন-ওমিক্রন দেশব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কায় উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। আজ সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মাস্ক পরা বাধ্যতামূলক
এতে বলা হয়েছে, দোকান, শপিংমল ও বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেস্তোরাঁসহ সব জনসমাগমস্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরিধান করতে হবে। অন্যথায় তাকে আইনানুগ শান্তির সম্মুখীন হতে হবে বলে জানিয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে।
free no download slots with bonus games without registration - Asia 바카라사이트 바카라사이트 우리카지노 마틴 우리카지노 마틴 우리카지노 우리카지노 4584QQ Goldwin678 Casino no deposit bonus codes