আজ চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি | জাহান বাংলা নিউজ
মাঘের শীতে বৃষ্টির হানায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে বৃষ্টির প্রভাবে শীত বাড়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস।
আজ সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। ঠাণ্ডার সাথে বৃষ্টি আরও দুর্ভোগ বাড়িয়েছে জনজীবনে। জরুরি প্রয়োজন ছাড়া জনসাধারণকে বাইরে বেরুতে দেখা যায়নি। আবার বৃষ্টির কারণে অনেকেই কাজে যোগ দিতে পারেননি। সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন খেটে খাওয়া মানুষ। অন্যদিকে অসময়ের বৃষ্টিতে আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষীরা।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, সারাদেশে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাত থেমে গেলে দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমে যাবে, রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। অন্যদিকে আগামীকাল পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।