চকবাজারের ‘কাচ্চি ডাইন’ স্বাদ বাড়াতে মেশায় ক্ষতিকর কেমিক্যাল, জরিমানা ১ লাখ
চকবাজারের ‘কাচ্চি ডাইন’ স্বাদ বাড়াতে মেশায় ক্ষতিকর কেমিক্যাল, জরিমানা ১ লাখ
চট্টগ্রাম নগরীর চকবাজারের ‘কাচ্চি ডাইন’ রেস্টুরেন্ট খাবারে মেশায় ক্ষতিকর কেমিক্যাল। হাতেনাতে এমন ঘটনা ধরার পর ওই রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে পুলিশের সহায়তা নিয়ে এই অভিযান পরিচালনা করে চট্টগ্রামের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম।
অভিযান চলাকালে ভোক্তা অধিকার টিম দেখতে পায়, ‘কাচ্চি ডাইন’ রেস্টুরেন্টে তৈরি করা কাচ্চিসহ অন্যান্য খাবারের স্বাদ বাড়ানোর জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন কেমিক্যাল মেশানো হচ্ছে। হাতেনাতে এমন ঘটনা ধরার পর প্রতিষ্ঠানটিকে এক লাখ জরিমানা করার পাশাপাশি কঠোরভাবে সতর্কও করে দেওয়া হয়। একইদিন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আরেক অভিযানে চট্টগ্রাম মেডিকেল কলেজের চতুর্থ শ্রেণী কর্মচারী ক্যান্টিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই ক্যান্টিনে নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছিল খাবার। এছাড়া বিক্রি হচ্ছিল মেয়াদ ফুরিয়ে যাওয়া খাদ্যপণ্যও।